Tangra Unnatural Deaths

হাতের শিরা কাটা, ট্যাংরায় একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু! বাড়ি থেকে দেহ উদ্ধার করল পুলিশ

স্থানীয় সূত্রের খবর, মৃতদের মধ্যে এক মহিলার স্বামী পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালে তাঁর চিকিৎসা করা হচ্ছে। সেই খবর দিতে বাড়িতে গিয়েছিল পুলিশ। তখনই মেলে পরিবারের তিন জনের দেহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে বাড়ি থেকেই তিন জনের নিথর দেহ উদ্ধার করেছে ট্যাংরা থানার পুলিশ। মৃতদের হাতের শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে এই মৃত্যু, আত্মহত্যার ঘটনা কি না, তা এখনও পরিষ্কার নয়। বস্তুত, একটি পথদুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরার বাড়িটিতে গিয়েছিল পুলিশ। তারাই তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে এক মহিলার স্বামী পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে পরিবারের তিন জনের রহস্যমৃত্য ঘিরে শোরগোল শুরু হয়েছে ট্যাংরার অতুল শূর রোড এলাকায়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং এক কিশোরী। তাঁরা সকলেই আত্মহত্যা করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আত্মহত্যা করলে তার কারণ কী, সেটাও তদন্তসাপেক্ষ।

ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের তোড়জোড় চলছে। ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনাস্থলে গিয়েছেন লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা। গিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধদমন)। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই পরিবারের মধ্যে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তাঁরা।

Advertisement

পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে রুবি এলাকার কাছে একটি পথ দুর্ঘটনা হয়। তাতে দু’জন আহত হন। সেই দুর্ঘটনায় এক আহতের পরিবারের খোঁজ করতে গিয়ে বাড়ি থেকে তিন জনের নিথর দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement