শিয়ালদহ স্টেশনে গাঁজা-সহ গ্রেফতার ৩

গাঁজা-সহ গ্রেফতার হল তিন ব্যক্তি। শুক্রবার শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের ধরে শিয়ালদহ আরপিএফ এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) যৌথ বাহিনী। ধৃতদের নাম বীরু কুমার, কার্তিক রায় ও রাহুলকুমার বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৭
Share:

গাঁজা-সহ গ্রেফতার হল তিন ব্যক্তি। শুক্রবার শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের ধরে শিয়ালদহ আরপিএফ এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) যৌথ বাহিনী। ধৃতদের নাম বীরু কুমার, কার্তিক রায় ও রাহুলকুমার বিশ্বাস। আরপিএফ সূত্রে খবর, শুক্রবার বিকেলে সাধারণ পোশাকে অপেক্ষা করছিলেন আরপিএফ ও এনসিবির গোয়েন্দারা। ওই তিন জন প্ল্যাটফর্মে ঢোকামাত্র তাদের ঘিরে ফেলা হয়। এর পরই তাদের চারটি ব্যাগ থেকে ৩৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আর্থিক মূল্য প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই গাঁজা নিয়ে তারা দিল্লি যাচ্ছিল। অন্য দিকে, বিশেষ সূত্রে খবর পেয়ে বর্ধমান স্টেশন থেকেও এনসিবি-র একটি দল ২৫ কেজি গাঁজা আটক করে। যার আর্থিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি। গ্রেফতার করা হয় কাজল ঘোষ এবং শেখ আতাবুল নামে দু’জনকে। ওই গাঁজা নিয়ে ধৃতদের মালদহ যাওয়ার কথা ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement