Crime

টাকা পাচার করতে গিয়ে ধৃত ২

সোমবার তল্লাশির সময়েই ধৃতদের মোটরবাইকটি আটকান উত্তর বন্দর থানার পুলিশকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০২:২৭
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের সময়ে শহরে চলছে পুলিশের কড়া নজরদারি। তার মধ্যেই টাকা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গিয়াসউদ্দিন আনসারি (২৭) এবং মহম্মদ রিজওয়ান (২৮)। গিয়াসউদ্দিনের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়ায়, রিজওয়ান কলকাতার আমড়াতলা লেনের বাসিন্দা।

Advertisement

পুলিশ জানায়, কেউ দরকার ছাড়া বেরোচ্ছেন কি না, তা দেখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গার পাশাপাশি হাওড়া সেতুর উপরেও নাকা তল্লাশি চলছে। সোমবার তল্লাশির সময়েই ধৃতদের মোটরবাইকটি আটকান উত্তর বন্দর থানার পুলিশকর্মীরা। এক জনের পিঠে খাবার সরবরাহকারী সংস্থার ব্যাগ থাকায় তাঁদের সন্দেহ হয়, কারণ ওই সব সংস্থার ডেলিভারি বয়েরা একাই খাবার সরবরাহ করেন। সংস্থার পরিচয়পত্র দেখতে চান পুলিশকর্মীরা। কিন্তু দু’জনের কেউই তা দেখাতে পারেননি। এর পরেই ব্যাগটি খুলে দেখা যায়, খাবারের বদলে তাতে রয়েছে টাকা। পুলিশ জানিয়েছে, টাকার পরিমাণ ৪৬ লক্ষ ৭৫ হাজারের বেশি। এত টাকা কোথা থেকে এল, তারও উত্তর দিতে পারেননি ধৃতেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement