Kolkata

Kolkata: বিমানসেবিকা না হতে পারায় মনখারাপ! ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যা’ কিশোরীর

হরিদেবপুর এলাকায় দ্বাদশ শ্রেণির ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১২:৩৩
Share:

প্রতীকী ছবি।

বিমানসেবিকা হতে চেয়েছিল। কিন্তু ‘স্বপ্নপূরণ’ হয়নি। মনখারাপ আর হতাশায় কলকাতার হরিদেবপুরে এক কিশোরী আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ।

Advertisement

পরিবারের দাবি, অর্থাভাবে বিমানসেবিকা হতে পারেনি ১৭ বছরের ওই কিশোরী। সে কারণেই অবসাদে ভুগছিল সে। ঘুমের ওষুধ খেয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে। মৃতার নাম মামন দাস।

Advertisement

মৃতার মায়ের দাবি, গত রবিবারও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। সে বার তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরে সে। শুক্রবার আবারও ঘুমের ওষুধ খায় কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement