দুর্ঘটনায় মারা গিয়েছিলেন স্বামী। ক্ষতিপূরণ পাননি স্ত্রী। চাষের জন্য ঋণ নিয়েছিলেন কৃষক। ঋণ শোধ তো দূরস্থান, সুদের বোঝা চেপে বসেছিল। দীর্ঘ দিন ধরে চলা এমনই নানা সমস্যা শনিবার মিটে গেল লোক আদালতে।
ওই দিন বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা আদালত-সহ বিধাননগর, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট মহকুমা লোক আদালতে নিষ্পত্তি হল মোট ১২৮৩টি মামলার। আদায় হল ২ কোটি ৯২ লক্ষ ৩৬ হাজার টাকা। এর মধ্যে বারাসত জেলা লোক আদালতেই ১০৯০টি মামলায় আদায়ের পরিমাণ ২ কোটি ২৫ লক্ষ ৬৬ হাজার টাকা। সেগুলির অধিকাংশই ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণজনিত। অন্য দিকে, দুর্ঘটনাজনিত মোট ১৮টি মামলায় ক্ষতিপূরণ মিলেছে ৪৫ লক্ষ টাকা।
জেলা দায়রা বিচারক তথা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান রবীন্দ্রনাথ সামন্ত সোমবার বলেন, ‘‘এখানে মামলা করলে যাতে প্রার্থীরা যথাযথ বিচার পান, তা দেখাই আমাদের লক্ষ্য। পাশাপাশি, মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে দিকেও নজর দেওয়া হবে।’’ তিনি জানিয়েছেন, পরবর্তী লোক আদালত বসবে ১২ সেপ্টেম্বর।