গত কয়েক দিন ধরেই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। ছবি: শাটারস্টক।
পাহাড় থেকে সমতলে ঠান্ডায় জবুথবু অবস্থা রাজ্যবাসীর। বর্ষবরণের দিনেও কনকনে ঠান্ডায় কাঁপবে বাংলা। নতুন বছরের শুরুতেও বাধাহীন ভাবে উত্তুরে হাওয়ার লম্বা ইনিংস জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েক দিন ধরেই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। পারদ ঘোরাফেরা করছে ১১ ডিগ্রির ঘরে। শীতের আমেজে মেতে রয়েছেন সবাই। ভিড় উপচে পড়ছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দিঘা, বকখালি, দার্জিলিঙের মতো পর্যটন স্থানগুলিতে। উৎসবের মরসুমে মুখের মাস্ক আলগা হলেই বিপদ।
চিকিৎসকদের পরামর্শ, করোনা এখনও চলে যায়নি। নতুন স্ট্রেন ধরা পড়েছে ভারতেও। তাই শীতে পিকনিক, পার্টিতে মেতে উঠলেও, স্বাস্থ্যবিধি মানতেই হবে বলে সাবধান করছেন তাঁরা।
আরও পড়ুন: বিশ্বভারতীর হাত থেকে রাস্তা ফের নিয়ে নিল রাজ্য
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি কলকাতার তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সমতলের পাশাপাশি পাহাড়ে কনকনে ঠান্ডায় কাবু পর্যটকেরা। বাধাহীন ভাবে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ৭.৫, পানাগড় ৭.২, পুরুলিয়া ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দিঘার তাপমাত্রা কিছুটা বেড়ে ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। চলতি সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা