—ফাইল চিত্র।
রেলের একটি কমিটির সদস্য পদ পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার মামলায় বিজেপি নেতা মুকুল রায়কে ফের তলব করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, আগামিকাল, সোমবার প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নবকুমার গুপ্ত ঠাকুরপুকুর থানায় ডেকে পাঠিয়েছেন। এর আগে গত ৯ সেপ্টেম্বর মুকুলকে ডেকে প্রথম জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। সরশুনা থানায় দায়েরহওয়া ওই মামলাতেই পুলিশ এক বিজেপি নেতা-সহ দু’জনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন।
পুলিশ সূত্রের খবর, ওই মামলাতে এফআইআরে নাম থাকা মুকুলের কাছে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই তথ্য খতিয়ে দেখার পরে ফের তাঁকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। অষ্টমীর দিন মুকুলকে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। ওই সময় তাঁর আইনজীবী প্রশান্ত মজুমদার চিঠি দিয়ে পুলিশকে জানান, পুজোর জন্য ব্যস্ত রয়েছেন তাঁর মক্কেল।
পুলিশ জানায়, রেলের একটি কমিটির সদস্য পদ পাইয়ে দেওয়ার নামে ২০১৫ ও ২০১৬ সালে কয়েক দফায় সন্তু গঙ্গোপাধ্যায় নামে এক যুবকের কাছ থেকে ওই টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সন্তু চলতি বছরের জানুয়ারি মাসে মুকুলবাবু-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই
মামলায় মুকুল রায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে মামলা করেছিলেন। আদালত জানিয়েছে, ৯ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ করা যাবে না। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে পুলিশকে।