কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
শহিদ মিনার ময়দানে আগামী ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানাল বিজেপি। কিন্তু পরীক্ষার মরসুম হওয়ায় ওই সময়ে মাইক বাজানো নিষেধ। সুতরাং, বিজেপি শাহের সভার জন্য পুলিশের অনুমতি পাবে কি না, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। পুলিশ জানিয়েছে, আইনে কী সংস্থান আছে, তা না দেখে কিছু বলা যাবে না।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র সমর্থনে ১ মার্চ কলকাতায় সভা করার কথা আগেই জানিয়েছিল বিজেপি। ওই সভার জন্য সেনার কাছ থেকে শহিদ মিনার ময়দান ব্যবহারের অনুমতি পেয়েছে তারা। তার পর বৃহস্পতিবার তারা লালবাজারের দ্বারস্থ হয়েছে। তাদের যুক্তি, ওই সময় রাজ্যে পরীক্ষা চললেও শহিদ মিনার ময়দান যে হেতু বসতি এলাকার বাইরে, তাই সেখানে তাদের সভার অনুমতি পাওয়া উচিত। কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, পরীক্ষা চলাকালীন রাজ্যের কোথাও কোনও এলাকায় মাইক বাজিয়ে কোনও অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা আছে।