প্রতীকী ছবি।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট হবে। তার দু দিন পরে, ২১ ডিসেম্বর সেই ভোটের গণনা হবে বলে খবর। প্রশাসনিক সূত্রের দাবি, ২১ ডিসেম্বরকে গণনার দিন ধরে অবিলম্বে ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম) রাখার উপযুক্ত স্ট্রং রুমের ব্যবস্থা করতে পুরভোটের রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। একইসঙ্গে, কেন্দ্রীয় ভাবে একটি জায়গায় পুরভোটের গণনার বন্দোবস্ত করা হবে বলে তারা জানিয়েছে।
গত বৃহস্পতিবার কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছিলেন, গণনার দিন জানিয়ে পৃথক ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু সাম্প্রতিক একটি আদেশনামায় ২১ ডিসেম্বর পুরভোটের গণনার প্রস্তুতির নির্দেশ দিচ্ছে কমিশন। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, পৃথক বিজ্ঞপ্তি এখনও প্রকাশ্যে না এলেও ধরে নেওয়া যায়, ২১ ডিসেম্বরকেই গণনার দিন চূড়ান্ত করছে কমিশন। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, আইন অনুযায়ী, পঞ্চায়েত বা পুরসভা ভোটের পরেই গণনার কাজ হয়ে থাকে। এ ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন তাদের বিশেষ আইনি ক্ষমতা প্রয়োগ করে ২১ ডিসেম্বর কেন্দ্রীয় ভাবে গণনার সিদ্ধান্ত নিয়েছে।
ভোটের পরে মাঝে একদিন বাদ থাকায় ইভিএম সুরক্ষিত ভাবে রাখতে ব্যবস্থা করতেই হত কমিশনকে। তাই স্ট্রং রুম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুরভোটের রিটার্নিং অফিসারেরা স্ট্রং রুমের জন্য
উপযুক্ত স্থান নির্বাচন করবেন। ফলে নিরাপত্তার বন্দোবস্তও করতে হবে পৃথক ভাবে। এমনিতে পুরভোটের নিরাপত্তা রূপরেখা কী হবে, তা
স্থির করতে রাজ্য সরকারকে পরিকল্পনা জমা দেওযার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি সেই পরিকল্পনা লিখিত আকারে শীঘ্রই জমা দেবেন বলে অনুমান। ভোটে কত জন পুলিশকর্মী পাওয়া যাবে, স্ট্রং রুম পাহারায় কত নিরাপত্তা দরকার—এই সব খতিয়ে দেখে নিরাপত্তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সম্ভাব্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় ভাবে পুরভোটের গণনা হবে।
তবে পুরভোট নিয়ে এখনও হাই কোর্টে মামলা ঝুলে রয়েছে। কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তিরও বিরোধিতা করেছেন মামলাকারী। আগামিকাল, সোমবার হাই কোর্টে পুরভোট নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।