অভিজিৎ বরণে তৈরি কলকাতা

রাজ্য সরকারের তরফে পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিমানবন্দরে অভিজিৎবাবুকে স্বাগত জানাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৪:৩২
Share:

ছবি: পিটিআই।

কলকাতা বিমানবন্দর থেকে বালিগঞ্জ সার্কুলার রোডে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত রাস্তার দু’ধারে ব্যানার ও এলইডি-তে লেখা থাকবে ‘বাংলা আপনাকে নিয়ে গর্বিত’। আজ, মঙ্গলবার এ ভাবেই অভিজিৎবাবুকে বরণ করে নিতে চলেছে কলকাতা। নোবেল জয়ের পরে আজই প্রথম মহানগরে আসছেন তিনি। দিল্লি থেকে সন্ধ্যায় তাঁর বিমানবন্দরে পৌঁছনোর কথা।

Advertisement

রাজ্য সরকারের তরফে পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিমানবন্দরে অভিজিৎবাবুকে স্বাগত জানাবেন। সোমবার ফিরহাদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই বালিগঞ্জ সার্কুলার রোডে বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে। তাঁর নির্দেশেই স্বাগত জানাব গর্বের অর্থনীতিবিদকে।’’

পুরসভা সূত্রের খবর, পুর-প্রশাসন অভিজিৎবাবুকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল। কিন্তু রবিবার জানা যায়, এ বার তিনি খুব কম সময় কলকাতায় থাকছেন। তাই পরে কোনও সময়ে তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। আজ সন্ধ্যায় বাংলার রীতি মেনে ফুলের স্তবক, কাশ্মীরি শাল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবেন মেয়র।

Advertisement

সোমবার শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কখনও কখনও কেউ বিদ্রুপ করে বলে বাংলায় নাকি আর বিজ্ঞানী হয়নি। আর যেই না বলা, তার তিন দিনের মাথায় নোবেল প্রাইজ পেয়ে গেল বাংলা। আবার তাঁর স্ত্রীও পেয়েছেন নোবেল, ডবল ডবল।’’ তার পরে গানের মতো করে জানান, ‘‘এত নোবেল কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সে যে সকল দেশের রানি আমার বঙ্গভূমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement