Kobita Boli

বিশ্ব কবিতা দিবসকে উদ্‌যাপন করতে অনুষ্ঠিত হল ভিন্ন স্বাদের সাংস্কৃতিক সন্ধ্যা ‘কবিতা বলি’

অনুষ্ঠানটির সম্পূর্ণ আয়োজনে ছিলেন সুতপা বন্দ্যোপাধ্যায়ের দল ‘কোলাজ’, সুতপা ঘরাণার পক্ষ থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৩:২৬
Share:
অনুষ্ঠানের একটি মুহূর্ত (চিত্র: সংগৃহীত)

অনুষ্ঠানের একটি মুহূর্ত (চিত্র: সংগৃহীত)

‘বিশ্ব কবিতা দিবস’ উপলক্ষ্যে গত ২১ মার্চ আবৃত্তিকার ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল এক অন্যরকম সন্ধ্যা ‘কবিতা বলি’। দিনটিকে উদ্‌যাপিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে কবিতার প্রতি গুরুত্ব ও আগ্রহকে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ।

Advertisement
আবৃত্তিকার ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়

আবৃত্তিকার ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়

অনুষ্ঠানটির সম্পূর্ণ আয়োজনে ছিলেন সুতপা বন্দ্যোপাধ্যায়ের দল ‘কোলাজ’, সুতপা ঘরাণার পক্ষ থেকে।

শিক্ষার্থীদের মধ্যে এখন কবিতার গুরুত্ব আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমেই এখন আর কবিতাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীরা মনে করে, কবিতা হল কিছু মানুষের অপ্রয়োজনীয় সৃষ্টি মাত্র।

Advertisement

এই ধারণগুলিকে ভুল প্রমাণ করার জন্য ‘বিশ্ব কবিতা দিবস’-এর থেকে ভাল দিন আর হত না বলেই জানিয়েছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা সুতপা বন্দ্যোপাধ্যায়।

সুতপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কবিতা ও আড্ডায় অংশ নিয়েছিলেন সমসাময়িক কবি সুবোধ সরকার এবং নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। পাশাপাশি ছিল আরও ৯টি কবিতার দল। বাংলা ভাষার সঙ্গে ইংরেজি, হিন্দী ও সংস্কৃত ভাষাতেও কবিতা পাঠ করা হয়েছে এই অনুষ্ঠানে।

এ ছাড়াও ‘কবিতা বলি’ অনুষ্ঠানে ছিলেন বহু গুণী শিল্পীরাও। তাঁদের মধ্যে ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রণতি ঠাকুর, সৌমিত্র মিত্র, সুমন্ত্র সেনগুপ্ত, শোভনসুন্দর বসু, ঈশিতা দাস অধিকারী, সৌম্যশ্রী গঙ্গোপাধ্যায় এবং সুতপা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement