Viral

Viral: ব্যস্ত দোকানে শ্রীদেবীর গানের তালে চুটিয়ে নাচ! কলকাতা-তনয়ার সেই ভিডিয়ো দেখুন

ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে কলকাতার কোনও একটি বিভাগীয় বিপণিতে। ভিডিয়োর ওই তরুণীও কলকাতারই বাসিন্দা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৮:২২
Share:

নায়েশা জেন। ছবি: ইনস্টাগ্রাম

বাজার করতে করতেই নেচে উঠলেন এক তরুণী। বিভাগীয় বিপণির সরু গলিতে চাকা লাগানো শপিং কার্ট নিয়ে বাজার করছিলেন। হঠাৎই বাজার করা থামিয়ে নাচতে শুরু করলেন তিনি। আশপাশে কে রয়েছেন, তাঁরা দেখছেন কি না, সে সবের পরোয়া না করেই। তরুণীর এই স্বতঃস্ফূর্ত নাচের ভঙ্গিতে মজেছে নেট দুনিয়া। ভিডিয়োটিও ইতিমধ্যে এক লক্ষ ৪০ হাজার বার দেখা হয়ে গিয়েছে।

ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে কলকাতার কোনও একটি বিভাগীয় বিপণিতে। ওই তরুণীও কলকাতার বাসিন্দা। নাম নায়েসা জেন। যে গানের সঙ্গে তাঁকে নাচতে দেখা গিয়েছে, সেটি শ্রীদেবীর ছবি ইংলিশ ভিংলিশের একটি গান—নভরাই মাঝি।

Advertisement

দিন কয়েক আগে সিংহলি গান ‘মানিকে মাগে হিতে’-র সঙ্গে নেচে ভাইরাল হয়েছিলেন এক বিমান সেবিকা। তবে নায়েসার ভিডিয়োয় যে বিষয়টি দর্শকদের ভাল লেগেছে, তা হল বিপণিতে হাজির ক্রেতাদের পরোয়া না করেই মনের আনন্দে নেচেছেন তিনি। লজ্জা পাননি একেবারেই। হাসিমুখে নায়েসার সেই নাচের ভিডিয়ো শেয়ারও করা হয়েছে বহু বার।

কলকাতার ওই তরুণী ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। ইনস্টায় ৮০ হাজারের বেশি অনুগামী তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement