বৈদ্যুতিক উনুন দেবে পুরসভা

রাস্তায় কাঠ, কয়লার উনুন জ্বালিয়ে যাঁরা রান্না করেন, তাঁদের বৈদ্যুতিক উনুন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০১:২২
Share:

—ফাইল চিত্র।

কলকাতার রাস্তায় বা খোলা জায়গায় কয়লা বা কাঠে উনুন জ্বালিয়ে আর রান্না করা যাবে না। রাস্তায় কাঠ, কয়লার উনুন জ্বালিয়ে যাঁরা রান্না করেন, তাঁদের বৈদ্যুতিক উনুন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Advertisement

‘সবুজ বাঁচাও, পরিবেশ বাঁচাও’—বৃহস্পতিবার নজরুল মঞ্চে কলকাতা ও রাজ্যের দূষণ মোকাবিলায় মানুষকে সতর্ক করতে গিয়ে মমতা বলেন, ‘‘যাঁরা রাস্তায় রান্না করেন, তাঁদের বৈদ্যুতিক উনুন দেওয়া হবে। আগামী ১ বছরের মধ্যে পুরো কাজটা হয়ে যাবে। হকাররাও সহযোগিতা করবেন বলে আমার আশা।’’

রাস্তার ধারে প্রকাশ্যে জ্বলন্ত উনুন থেকে ছড়ানো দূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশপ্রেমীরা উদ্বিগ্ন। ক্ষমতায় আসার পরে মমতাও রাস্তার উনুন-বন্ধে নানা চিন্তাভাবনা করেছেন। এ বার কলকাতা পুরসভা সেই কাজটি করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এক পুরকর্তার বক্তব্য, ‘‘আইআইএসডব্লিউবিএমের সমীক্ষা অনুযায়ী, কলকাতায় প্রায় হাজার দশেক বৈদ্যুতিক উনুন দিতে হবে। এর জন্য একসঙ্গে কয়েক জনকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement