ফাইল চিত্র।
কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ সিদ্ধান্তের প্রতিবাদে ফের রাস্তায় নামতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা। ফসলের ন্যূনতম সহায়ক মূ্ল্য নিশ্চিত করার জন্য রাজ্যে এমএসপি আইন প্রণয়ন, কৃষি সরঞ্জামের দামের উপরে ভর্তুকি, নদীর ভাঙন মোকাবিলার মতো রাজ্য স্তরের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও সরব হবে তারা। জাতীয় স্তরে কিষাণ মোর্চা যা কর্মসূচি নিয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে আগামী ৩১ জুলাই এ রাজ্যেও সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত তিন ঘণ্টার রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে। তার আগে ১৮ থেকে ৩০ জুলাই কিষাণ মোর্চার রাজ্য শাখা বিভিন্ন দাবি নিয়ে জেলায় জেলায় সম্মেলন করবে। এর পরে কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের দাবিতে আগামী ৭ অগস্ট কলকাতায় রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে ছাত্র-ছাত্রী, যুব, মহিলা ও আবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নিয়ে। কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, ৭ থেকে ১৪ অগস্ট পর্যন্ত জেলায় জেলায় তাঁরা ‘জয় জওয়ান, জয় কিষাণ’ শীর্ষক সম্মেলন আয়োজন করবেন। বিমার টাকা প্রদানে দুর্নীতি রোখা, ১০০ দিনের কাজে বকেয়া মজুরি দেওয়া-সহ নানা দাবিতে স্থানীয় স্তরে আন্দোলন চালানোর সিদ্ধান্তও হয়েছে কিষাণ মোর্চার সাধারণ সভার বৈঠকে।