খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে মোট ৩১ জনকে গ্রেফতার করেছে এনআইএ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ঘটনার পাঁচ বছর পর খাগড়াগড়-কাণ্ডে সাজা ঘোষণা হবে শুক্রবার। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে ওই বিস্ফোরণ-কাণ্ডে এখনও পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তার মধ্যে ১৯ জন সম্প্রতি বিচারকের কাছে বিচারপ্রক্রিয়া চলাকালীন নিজেদের দোষ কবুল করে নেয়। সেই ১৯ জনেরই এ দিন সাজা ঘোষণা করবে নগর ও দায়রা আদালত।
খাগড়াগড় বিস্ফোরণের পিছনে থাকা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর যে শীর্ষ নেতারা এই কাণ্ডে গ্রেফতার হয়েছে সেই কদর গাজি, কওসর ওরফে বোমা মিজান, ডালিম শেখ, ইউসুফ শেখরা যদিও দোষ স্বীকার করেনি। ওই ১২ জনের বিচারপ্রক্রিয়া চলবে বলে সম্প্রতি জানিয়েছেন বিচারক।
বিচার চলাকালীন গুলশনারা বিবি, আলিমা বিবি-সহ মোট ১৯ জন অভিযুক্ত তাঁদের আইনজীবী ফজলে আহমেদ এবং মহম্মদ আবু সেলিমের মাধ্যমে আদালতকে জানায় যে, তারা দোষ স্বীকার করতে চায়। আদালতকে জানিয়ে সেই চিঠি পাঠানো হয় এনআইএ-কেও। সেই আবেদন বিচারক মঞ্জুর করেন। তার পর তিনি নিজে গত বুধবার ওই ১৯ জনের সঙ্গে একান্তে কথা বলেন। পরে বিচারক জানান, ৩০ অগস্ট অর্থাৎ আজ ১৯ জনের সাজা ঘোষণা করবেন।
কোর্টে নিয়ে আসা হয়েছে দোষীদের। —নিজস্ব চিত্র।
আরও পড়ুন: সুজিতের এলাকায় দিলীপের 'চায়ে পে চৰ্চা', উত্তপ্ত লেকটাউন, দফায় দফায় সংঘর্ষ তৃণমূল-বিজেপির
২০১৪-র ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দু’জনের প্রাণ যায়। এর পর জেলা পুলিশ, সিআইডি-র হাত ঘুরে তদন্তভার নিজেদের হাতে নেয় এনআইএ। গ্রেফতার করা হয় ৩১ জনকে।
চার্জ গঠন ও ট্রায়াল শুরু হয় ২০১৫ সাল থেকে। এনআইএ সূত্রে খবর, মোট ৮০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে গোটা পর্বে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।