কেরোসিনের দাম আরও বাড়ল কলকাতায়
বাজারে রান্নার গ্যাসের দাম ১,১০০ টাকার কাছে পৌঁছে গিয়েছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রের মাত্রাছাড়া দামের সঙ্গে পাল্লা দিতে দিতে দিশাহারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বোঝা আরও বাড়ল। কলকাতায় এখন এক লিটার কেরোসিনের দামও সেঞ্চুরি পার করেছে। যে সব পরিবারের মাসে হাজার টাকা খরচ করে রান্নার গ্যাস কেনার ক্ষমতা নেই, যারা কেন্দ্রের উজ্জ্বলা যোজনার আওতায় কম খরচে রান্নার গ্যাসও পান না, মূলত সেই সব গরিব পরিবার জ্বালানি হিসাবে মূলত কেরোসিন ব্যবহার করে। লিটার প্রতি কেরোসিনের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় সেই সব পরিবারের দুর্ভোগ বাড়ল বলেই মনে করা হচ্ছে।
জুলাই মাসে কেরোসিনের দাম লিটার ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন বাজারে এক লিটার কেরোসিন তেলের দাম ১০১ টাকা ৭৬ পয়সা। এক মাস আগে অর্থাৎ জুনে কেরোসিনের দাম ছিল লিটার প্রতি ৮৭ টাকা ৩৮ পয়সা। সরকারি পরিসংখ্যান বলছে, জানুয়ারি মাসে কেরোসিনের দাম লিটার প্রতি সাড়ে ৪৮ টাকা ছিল। তার পরের ছ’মাসে কেরোসিনের দাম লিটারে ৫৩ টাকার বেশি বেড়েছে।
দেশের চার মেট্রো শহরের মধ্যে এক মাত্র কলকাতাতেই লিটার প্রতি কেরোসিনের দাম ১০০ টাকার বেশি। মুম্বইয়ে দাম ৯৭ টাকা ৫৬ পয়সা। চেন্নাইয়ে গত এক বছর ধরে কেরোসিনের দাম স্থির, লিটারে ১৫ টাকা। আর দিল্লিতে বিনামূল্যে পাওয়া যায় কেরোসিন।