প্রতীকী ছবি।
বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে বুথভিত্তিক সংগঠন ও ভোটার তালিকা সংশোধনের কাজে নজর রাখার জন্য কর্মীদের পরামর্শ দেওয়া হল বাম শিবিরে। আলিমুদ্দিনে রবিবার বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৬ দলের বৈঠকে ভোটার তালিকার বিষয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকেই আলোচনায় উঠে আসে, রাজ্যে বুথের সংখ্যা এ বার বেড়েছে। সেই মতোই বুথওয়াড়ি সংগঠনের কাজ জোরালো করতে হবে। পরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘আগে রাজ্যে বুথ ছিল ৭৮ হাজার ৮০৪টি। পুনর্বিন্যাসের পরে এই বছরে তা হয়েছে ৭৮ হাজার ৯০৩টি। এই প্রায় ৭৯ হাজার বুথ ধরে ধরে স্থানীয় স্তরে মানুষের সঙ্গে সম্পর্ক ও সংগঠনের কাজ করতে হবে।’’