‘কন্যাশ্রী’দের প্রশিক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কন্যাশ্রী দিবসে নজরুল মঞ্চে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানে কন্যাশ্রীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০৪:০৩
Share:

কন্যাশ্রীর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নজরুল মঞ্চে। নিজস্ব চিত্র

‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে রাজ্যের ‘কন্যাশ্রী’ সাহায্যপ্রাপ্ত মেয়েদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার কন্যাশ্রী দিবসে নারী ও শিশু কল্যাণ দফতরকে এই উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

কন্যাশ্রী দিবসে নজরুল মঞ্চে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানে কন্যাশ্রীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত এই প্রকল্পের জন্য আমরা গর্বিত। এর ফলে ড্রপ আউটের সংখ্যা কমেছে।’’ তিনি বলেন, ‘‘উৎকর্ষ বাংলা প্রকল্পে কন্যাশ্রী মেয়েদের প্রশিক্ষণ দিলে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।’’ তিনি আরও জানান, রাজ্যের সব জেলায় কন্যাশ্রী কলেজ তৈরি করা হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিনের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘রক্তদান শিবিরে হিন্দু, মুসলামন, শিখ, খ্রীষ্টান সবাই দেন। কিন্তু সে রক্ত কারও হয় না। সে রক্ত মানবিকতার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement