কানহাইয়া কুমার। ফাইল চিত্র।
রাজ্যে প্রথম দফার ভোটের আগেই প্রচারে আসছেন তরুণ সিপিআই নেতা কানহাইয়া কুমার। প্রথম দু’দফার ভোটে দুই মেদিনীপুর জেলাতেই ৬টি আসনে লড়ছে সিপিআই। তাই গোড়ার দিকেই কানহাইয়াকে প্রথম প্রচারের কাজে লাগাতে চাইছে দল। সিপিআই সূত্রের খবর, কানহাইয়ার রাজ্যে আসার কথা আজ, শুক্রবার রাতে। পর দিন, শনিবার পটাশপুর ও তমলুক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে যাওয়ার কথা তাঁর। পটাশপুরে এ বার প্রার্থী হয়েছেন সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফের রাজ্য সম্পাদক সৈকত গিরি। অন্য দিকে, তমলুক কেন্দ্রে গত বারের জয়ী বিধায়ক অশোক ডিন্ডা দল বদলে বিজেপিতে চলে যাওয়ার পরে এ বার গৌতম পন্ডাকে প্রার্থী করেছে সিপিআই। ওই দুই প্রার্থীর হয়েই রাজ্যের প্রচারে প্রথম কর্মসূচি নিয়েছেন কানহাইয়া। পরবর্তী অন্য দফার ভোটের আগে ফের তাঁকে রাজ্যে আনতে চায় দল।