Fire

কামারহাটির জুটমিলে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে গুদাম, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

মঙ্গলবার সকালে আগুন লেগে যায় কামারহাটির জুটমিলে। আগুন দেখেই পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দা এবং জুটমিল কর্মীরা। দমকলেরও আগুন নেভাতে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৮
Share:

কামারহাটির জুটমিলের গুদামে অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র।

কামারহাটির প্রবর্তক জুটমিলে আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। দমকলের তিনটি ইঞ্জিনও আগুন নেভানোর কাজে নামে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।

Advertisement

জুটমিলের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গুদামে রাখা পাটের গাঁটরিতে আগুন লেগে গিয়েছে। যা ধিকিধিকি জ্বলছে। আগুন দেখেই জুটমিলের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তার মধ্যেই চলে আসে দমকল। আগুন নেভানোর কাজে নামে দমকলের তিনটি ইঞ্জিন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসায় আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement