Kalyan Banerjee and Saugata Ray

কল্যাণের নিশানা সৌগতকে

বাজেট নিয়ে আলোচনায় সৌগত বলেছিলেন, অর্থমন্ত্রী হিসেবে নির্মলার ব্যর্থতার কারণ হল তিনি মনমোহন সিংহের মতো অক্সফোর্ডের পিএইচডি বা পি চিদম্বরমের মতো হার্ভার্ডের ম্যানেজমেন্ট ডিগ্রিধারী নন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:০০
Share:

তৃণমূল সাংসদ সৌগত রায়। —ফাইল ছবি।

অক্সফোর্ড-হার্ভার্ড মন্তব্য ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূল সাংসদ সৌগত রায়ের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরে এ বার ওই মন্তব্যর জন্য নাম না করে দমদমের সাংসদের তীব্র সমালোচনা করলেন দলের সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বাজেট নিয়ে আলোচনায় সৌগত বলেছিলেন, অর্থমন্ত্রী হিসেবে নির্মলার ব্যর্থতার কারণ হল তিনি মনমোহন সিংহের মতো অক্সফোর্ডের পিএইচডি বা পি চিদম্বরমের মতো হার্ভার্ডের ম্যানেজমেন্ট ডিগ্রিধারী নন। জবাবে সৌগতকে ‘উগ্র পুরুষবাদী’ বলে কটাক্ষ করেছিলেন নির্মলা। আজ অর্থ বিল নিয়ে আলোচনায় কল্যাণ বলেন, “কিছু ব্যক্তি আছেন, যাঁরা মনে করেন অক্সফোর্ড বা হার্ভার্ড পাশ করা ব্যক্তিরাই দেশ শাসনে যোগ্য। আমি দেখেছি প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স বা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করেন। মফস্‌সল, প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পড়ুয়া বলে জ্ঞান করেন না। এই বৈষম্য ঠিক নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement