সুনীতাকে দেখতে গেলেন কাকলি

এভারেস্ট ছুঁয়ে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন বারাসতের পর্বতারোহী সুনীতা হাজরা। ৮ হাজার মিটার উচ্চতায় থাকায় হাতের আঙুলে হয়েছে তুষার ক্ষত।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৪:২০
Share:

ছবি: সজল চট্টোপাধ্যায়

এভারেস্ট ছুঁয়ে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন বারাসতের পর্বতারোহী সুনীতা হাজরা। ৮ হাজার মিটার উচ্চতায় থাকায় হাতের আঙুলে হয়েছে তুষার ক্ষত। ভেঙেছে বাঁ কব্জি। শনিবার কাঠমান্ডু থেকে কলকাতা ফিরে বেলঘরিয়া রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুনীতা। মঙ্গলবার তাঁকে দেখতে এসে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘‘সুনীতা বাংলা ও ভারতের গর্ব। ওঁর পাশেই থাকবে রাজ্য সরকার।’’ চিকিৎসার খরচ কর্তৃপক্ষেরই বলে জানান হাসপাতালের জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম শেঠ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement