TMC

Kajari Banerjee: ৩.৮৬ কোটির সম্পত্তি কাজরীর

এই হিসেবে কাজরী কমিশনকে জানিয়েছেন, কালীঘাট সংলগ্ন এলাকা, ওড়িশা এবং বোলপুরে ৯ টি জমি- জায়গা রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ০৬:৫৩
Share:

কাজরী বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রার্থী মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ। ফলে সেই প্রার্থী সম্পর্কে খুঁটিনাটি তথ্যও কৌতূহলের কেন্দ্রে। কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির আর্থিক পরিমাণ প্রায় ৩ কোটি ৮৬ লক্ষ ৮২ হাজার ৯৯৯ টাকা।

Advertisement

কাজরী দেওয়া হিসাব অনুয়ায়ী, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ১১৬ টাকা। আর কার্তিকের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৮ লক্ষ ২৪ হাজার টাকা।

এই হিসেবে কাজরী কমিশনকে জানিয়েছেন, কালীঘাট সংলগ্ন এলাকা, ওড়িশা এবং বোলপুরে ৯ টি জমি- জায়গা রয়েছে তাঁর।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কাজরী সরাসরি রাজনীতিতে না থাকলেও দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তবে তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement