Amartya Sen-Visva Bharati

অমর্ত্যকে ‘হেনস্থা’র প্রতিবাদে সুমনের গান, ‘কটূক্তি অক্ষমের হাতিয়ার’ বলে নিশানা বিদ্যুৎকেও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার ‘প্রতীচী’র সামনে বাউল শিল্পীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে বসলেন বিশিষ্টজনেরা। গান, কবিতা, ছবি আঁকার মধ্য দিয়ে চলছে প্রতিবাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ২১:৫৩
Share:

সন্ধ্যায় প্রতিবাদী সুর ধরেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। নিজস্ব চিত্র।

অমর্ত্য সেনকে ‘অসম্মানের’র প্রতিবাদে শুক্রবার থেকেই ‘প্রতীচী’ বাড়ির সামনে আন্দোলন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার ‘প্রতীচী’র সামনে বাউল শিল্পীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে বসলেন বিশিষ্টজনেরা। গান, কবিতা, ছবি আঁকার মধ্য দিয়ে চলছে প্রতিবাদ। সন্ধ্যায় প্রতিবাদী সুর ধরেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। রবীন্দ্রগানেই নিশানা করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে। লেখক-শিল্পী পূর্ণেন্দু পত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘‘কটূক্তি হল অক্ষমের হাতিয়ার।’’

Advertisement

শনিবার সকাল থেকেই একে একে প্রতীচীর সামনের মঞ্চে এসে হাজির হয়েছেন শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ, প্রসূন ভৌমিকেরা। এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তৃণমূল সাংসদ অসিত মাল-সহ শাসকদলের বেশ কয়েক জন বিধায়ক ও নেতা। সুমন সন্ধ্যায় আসেন। মঞ্চে টানা দেড় ঘণ্টা ধরে গাইলেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত— ‘তোমার হল শুরু/আমার হল সারা’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’ ইত্যাদি। অনুষ্ঠান শেষে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কটাক্ষ করেন সুমন। তিনি বলেন, ‘‘আমার তো বয়স হয়ে গিয়েছে। কত দিন বেঁচে থাকব, জানি না। আমি সত্যিই চেয়েছিলাম ওঁকে (উপাচার্য) গান শোনাতে। কিন্তু আমার সে কথা আর বলা হল না। আমি একটা ব্যাপার বুঝি। যদি গালাগালি করতে হয়, তেড়ে গালাগালি করুন। কিন্তু প্যাঁচ কষা ঠিক না। পূর্ণেন্দু পত্রী তাঁর একটি বইতে লিখেছিলেন, কটূক্তি অক্ষমের হাতিয়ার।’’ তাঁর সংযোজন, ‘‘আমরা কি এই দেশকে সম্মান করি? এই মাটিকে সম্মান করি। বিশ্বভারতীর বারোটা বেজে গেলে কার লাভ? এটা উপাচার্যকে বুঝতে হবে। এটা আচার্য (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী)-কে বুঝতে হবে।’’ সুমনের মন্তব্যের প্রেক্ষিতে উপাচার্য যদিও কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রতিবাদ-মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছেন শিল্পী যোগেন চৌধুরীও। তিনি বলেন, ‘‘সবটাই ঘটছে বিজেপির নির্দেশে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিজেপির প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। সবটাই পরিকল্পনামাফিক করা হচ্ছে।’’ এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘যে যা খুশি বলতে পারেন। কিন্তু সবাই এটা বোঝেন যে, এটা বিশ্বভারতী এবং অমর্ত্য সেনের ব্যাপার। বিশ্বভারতী যেটা ভাল মনে করছে, সেটাই করছে। এখানে বিজেপির কোনও হাত নেই।’’

Advertisement

জমি-বিতর্কে অমর্ত্যের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বার বার দিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে প্রতীচীতে গিয়ে নোবেলজয়ীর হাতে জমির নথিও তুলে দিয়ে এসেছেন। বুধবার মালদহ সফরে যাওয়ার পথে বোলপুর স্টেশনে দলের নেতাকর্মীদের বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ৬ এবং ৭ মে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ দেন। সেই নির্দেশ মতো এই প্রতিবাদ মঞ্চের আয়োজন করে শাসক তৃণমূল। শুক্রবারও মালদহ থেকে ফেরার পথে সন্ধ্যায় বোলপুর স্টেশনে ট্রেনের কামরায় দাঁড়িয়ে কারও নাম না করেই তিনি বলেন, ‘‘অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে আমাকে তো চেনে না, যা দেব না!’’

অমর্ত্যকে দেওয়া বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে শুক্রবার সকাল থেকেই অবশ্য ধর্না-অবস্থানে বসেছে ‘সামাজিক মর্যাদা রক্ষা সমিতি’। নোবেলজয়ীর বাড়ির সামনে থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক পর্যন্ত মিছিলও করেন বিশ্বভারতীর আশ্রমিক এবং প্রাক্তনীরা। মিছিল শেষে রবীন্দ্রগান এবং ‘রক্তকরবী’ নাটকের মধ্যে দিয়েও প্রতিবাদ করেন শিল্পীরা।

এই কর্মসূচির কারণে ক্যাম্পাস সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হতে পারে, এই আশঙ্কা থেকে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে বিশ্বভারতী। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রশাসনকে জানানো হয়েছে, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।’’ পাশাপাশি, প্রতীচী এলাকায় ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও কেন এ ধরনের আন্দোলন সংগঠিত করা হয়েছে, তা শুক্রবারও বিবৃতি জারি করে প্রশ্ন তুলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সম্প্রতি অমর্ত্যকে নোটিস ধরিয়ে বিশ্বভারতী জানিয়েছিল, ৬ মে, শনিবারের মধ্যে বিতর্কিত ১৩ ডেসিমাল জমি খালি করে দিতে হবে। এই নোটিসের বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অমর্ত্য। সেই মামলায় উচ্চ আদালতের নির্দেশ, বীরভূম জেলা আদালতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। উচ্ছেদ-নোটিসে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি কোর্টের নির্দেশ, ১০ মে দুপুর ২টোয় জেলা আদালতে এই সংক্রান্ত মামলাটির শুনানি করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement