Delhi Pollution

বায়ুদূষণ: দিল্লি পুলিশকে ভর্ৎসনা কোর্টের

রাজধানী ও সংলগ্ন শহরগুলিতে ভয়ঙ্কর বায়ুদূষণ আটকাতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) ৪ চলছে। এই পর্যায়ে শহরে দূষণযুক্ত গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০৯:৩৮
Share:

ধোঁয়াশায় ঢাকা দিল্লি। —ফাইল চিত্র।

বায়ুদূষণ নিয়ন্ত্রণের কাজে গাফিলতির জন্য দিল্লির পুলিশ কমিশনারকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে মামলা চালানোর হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকারের ভূমিকারও কড়া সমালোচনা করল শীর্ষ আদালত।

Advertisement

রাজধানী ও সংলগ্ন শহরগুলিতে ভয়ঙ্কর বায়ুদূষণ আটকাতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) ৪ চলছে। এই পর্যায়ে শহরে দূষণযুক্ত গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে ১৮ নভেম্বর, যখন জিআরএপি ৪ চালু হয়, সেই সময়ে রাজধানীতে দূষণযুক্ত গাড়ির প্রবেশ আটকানোর কথা ছিল দিল্লি পুলিশের। কিন্তু দেখা যায়, দিল্লির সবক’টি চেক পয়েন্টে উপস্থিতই নেই দিল্লি পুলিশের কর্মীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি এ এস ওকা ও বিচারপতি এ জি মসীহের বেঞ্চ আজ জানিয়েছে, কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী দিল্লি পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা চালানো যেতে পারে।

শীর্ষ আদালত এ দিন জানিয়ে দিয়েছে, দিল্লিতে যানচলাচল ও নির্মাণ কাজের বিষয়ে এখনই কড়া অবস্থান থেকে সরে আসা যাবে না। তবে রাজধানী ও সংলগ্ন শহরের স্কুলগুলিতে ফের নিয়মিত ক্লাস চালু করা যাবে কি না, তা নিয়ে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement