Jyotipriya Mallick

গরু পাচারেও বালু, নালিশ বিজেপির

শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার নহাটায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোপালনগর শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ০৭:৩৯
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। —ফাইল চিত্র।

বনগাঁ মহকুমা দিয়ে যত গরু পাচার হয়েছে, সেই টাকার ভাগ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও পৌঁছেছে বলে অভিযোগ করলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার নহাটায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Advertisement

স্বপন বলেন, ‘‘বনগাঁ মহকুমা দিয়ে যত গরু পাচার হয়েছে, সেখানে সব থেকে বেশি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক ভাগে পেয়েছেন।’’ বনগাঁ ও ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে রেশনের চাল-গমও পাচার করা হত বলে অভিযোগ স্বপনের। তিনি বলেন, ‘‘গাইঘাটার মণ্ডলপাড়া এলাকায় জ্যোতিপ্রিয় ৮০ লক্ষ টাকা দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার নামে জমি কিনেছিলেন।’’

এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস পরে বলেন, ‘‘আইন আইনের পথে চলবে। বালুদার (জ্যোতিপ্রিয়ের ডাকনাম) বিষয়টি বিচারাধীন। তাই কোনও মন্তব্য করব না। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা আয়নায় আগে নিজের মুখটা দেখুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement