Jyotipriya Mallick

দুর্নীতির প্রশ্ন এড়িয়ে গেলেন জ্যোতিপ্রিয়

শুক্রবার সকাল ১১টা নাগাদ জ্যোতিপ্রিয়কে শারীরিক পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড (সেনা) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জ্যোতিপ্রিয়কে রেশন দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ০৫:৪৩
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। —ফাইল চিত্র।

রেশন বণ্টন দুর্নীতি নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে শুধু নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরলেন ইডি হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

শুক্রবার সকাল ১১টা নাগাদ জ্যোতিপ্রিয়কে শারীরিক পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড (সেনা) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জ্যোতিপ্রিয়কে রেশন দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা। জ্যোতিপ্রিয় শুধু বলেন, ‘‘আমি খুব অসুস্থ। আমার বাঁ হাত ও পা পক্ষঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। আমার চিকিৎসা হচ্ছে। আপনাদের সঙ্গে ১৩ নভেম্বর ব্যাঙ্কশাল আদালতে আবার দেখা হবে।’’ সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘বাকিবুর রহমানকে চিনতেন?’ ‘দুর্নীতির বিষয়ে জানতেন? কোনও তদন্ত করিয়েছিলেন?’ রেশন বণ্টন দুর্নীতি সংক্রান্ত এই সমস্ত প্রশ্নের অবশ্য কোনও জবাব দেননি জ্যোতিপ্রিয় ওরফে বালু।

কমান্ড হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পরে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আমি খুব অসুস্থ ছিলাম। চিকিৎসা করে এলাম।’’ ঠিকঠাক চিকিৎসা পাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘চিকিৎসাটা হচ্ছে। কিন্তু আমার বাঁ হাত আর বাঁ পায়ের খুব অবস্থা খারাপ।’’ এ বারও দুর্নীতি নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি জ্যোতিপ্রিয়। ‘ইডি দাবি করছে, বাকিবুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার এবং আপনার স্ত্রীর অ্যাকাউন্টে বিপুল টাকা ঢুকেছে। এই ব্যাপারে কী বলবেন?’ সাংবাদিকের এই প্রশ্নের উত্তরেও নীরব ছিলেন জ্যোতিপ্রিয়।

Advertisement

এ দিনই মন্ত্রীর বাড়ির পরিচারককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, এই পরিচারকের নামেও সম্পত্তি দানপত্র করেছেন মন্ত্রী। কেন সেই দানপত্র, তা-ই জানতে চাইছেন তদন্তকারীরা। উল্লেখ্য, বৃহস্পতিবারেও ওই পরিচারককে ডেকে পাঠানো হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement