Justice Abhijit Gangopadhyay

‘এখন কোনও নির্দেশ দেব না’! প্রাথমিকের তদন্ত নিয়ে মামলা শুনতে চাইলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিটের এক সদস্য স্বেচ্ছায় অবসর নিতে চান। তাঁকে তদন্ত থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, এ কথা জানিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিবিআইয়ের আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৫:৩২
Share:

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এ নিয়ে এখন কোনও নির্দেশ দেব না। সুপ্রিম কোর্টে মামলা চলছে।’’ — ফাইল ছবি।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্য পরিবর্তন করার কথা ছিল। শুক্রবার তা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআইয়ের আইনজীবী। সেই মামলা শুনলেনই না বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এ নিয়ে এখন কোনও নির্দেশ দেব না। সুপ্রিম কোর্টে মামলা চলছে।’’

Advertisement

প্রাথমিকে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট বা বিশেষ তদন্তকারী দলের সদস্য ধরমবীর সিংহ স্বেচ্ছায় অবসর নিতে চান। তাঁকে তদন্ত থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, এ কথা জানিয়ে গত মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিষয়টি নিয়ে শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েনেছেন, তিনি এখন এই নিয়ে কোনও নির্দেশ দিতে পারবেন না।

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, যে হেতু আদালতের নির্দেশে এই সিট গঠন করা হয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীরের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। ধরমবীর সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিক। তার পরেই বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিটে কয়েক জন বাঙালি অফিসার রাখার ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনে এই নির্দেশ দিয়েছিলেন তিনি।

Advertisement

এই হস্তান্তরে নিয়োগ দুর্নীতি মামলা কি ধাক্কা খেল?

ফলাফল দেখুন

এই আবহে শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ পাঠাল। জানাল, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত যে সব মামলা শুনছিলেন, সেগুলি শোনার জন্য অন্য বিচারপতি নিয়োগ করা হোক। তবে আইনজীবী মহলের দাবি, শুধুমাত্র তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা থেকেই সরানো হল, না কি নিয়োগ সংক্রান্ত সব মামলা থেকে, তা নির্দেশের কপি হাতে এলে স্পষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement