Justice Abhijit Gangopadhyay

অধিকার কাড়তে রাস্তায় নামায় ‘সায়’ বিচারপতির

প্রতিবন্ধীদের নতুন আইনের আওতায় আনতে রাজ্যে এখনও ‘রুল’ কেন তৈরি হয়নি, তা জানতে কান্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে সতর্কবাণী দেবেন বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় আশা প্রকাশ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ০৭:০৮
Share:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যে প্রতিবন্ধীদের অধিকার ছিনিয়ে আনতে রাস্তায় নামার জন্য তৈরি থাকার কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের অনুষ্ঠান মঞ্চে এ কথা বলেন তিনি।

Advertisement

মঞ্চে কান্তি গঙ্গোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্যদের উপস্থিতিতেই বিচারপতি বলেন, “শুধু আবেদন, নিবেদনে কাজ হবে না। যত কল্যাণকামী রাষ্ট্রই হোক, অধিকার পেতে তা কেড়ে নিতে হবে। এ বার প্রতিবাদ, প্রতিরোধের রাস্তায় যেতে হবে। আমি রাজনৈতিক কথা বলতে আসিনি, তবে যা পরিস্থিতি তাতে রাস্তাই যে রাস্তা স্লোগানে গলা মেলাতে আমার পূর্ণ সমর্থন থাকবে।”

প্রতিবন্ধীদের নতুন আইনের আওতায় আনতে রাজ্যে এখনও ‘রুল’ কেন তৈরি হয়নি, তা জানতে কান্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে সতর্কবাণী দেবেন বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় আশা প্রকাশ করেন। সংবিধানের ১৯ নম্বর ধারা (যেখানে সমানাধিকারের কথা বলা আছে)-এর প্রসঙ্গ তুলে বিচারপতি বলেন, “সংবিধানে যাঁরা বিশ্বাস রাখেন, তাঁরাও এটা বলবেন।” কষ্ট করে কলকাতায় আসা প্রতিবন্ধীদের লড়াইকে কুর্নিশ জানিয়ে বিচারপতি বলেন, “দেশে মাঝেমধ্যে ভোট হয়, ভোটে লাল জামা গায়ে নীল জামা গায়ে রং বদলায়, দিন বদলায় না! আশা করব মনের জোরে শরীরের বাধা জয় করে আপনারা লড়াই চালিয়ে যাবেন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement