Justice Abhijit Gangopadhyay

পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও তদন্ত করতে পারবে সিবিআই! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলার শুনানিতে শুক্রবার ইডির আইনজীবী হাই কোর্টকে জানান, ইতিমধ্যেই রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাঁদের হাতে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১৬:৩৪
Share:

রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআইকে তদন্ত করার ছাড়পত্র বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ফাইল চিত্র।

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে পারবে সিবিআই। শুক্রবার এই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই।

Advertisement

আগামী ২৮ এপ্রিল তদন্তের প্রাথমিক রিপোর্ট দেবে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মামলা সংক্রান্ত শুনানিতে শুক্রবার ইডির আইনজীবী হাই কোর্টকে জানান, ইতিমধ্যেই রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথি তাঁদের হাতে এসেছে। তথ্য মিলেছে ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের। এ বিষয়ে বেশ কিছু নথি আর এক তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে বলেও জানান ইডির আইনজীবী।

তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘চাইলে নতুন এফআইআর দায়ের করে এ বিষয়ে তদন্ত করতে পারবে সিবিআই।’’ সেই সঙ্গে সিবিআই আইনজীবীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘এই ব্যাপক দুর্নীতির তদন্তে আর কত জন আধিকারিক আপনাদের লাগবে আমাকে জানান।’’

Advertisement

রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি এবং কোটি কোটি টাকা লেনদেন প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এক জন সাধারণ মানুষ ১০ হাজার টাকা উপার্জনের জন্য খেটে মরছেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাঁরা কষ্ট করছেন। আর অর্পিতা মুখোপাধ্যায়দের কাছে এত টাকা আসছে কোথা থেকে? নিয়োগ দুর্নীতির তদন্ত বলছে রাজনৈতিক ব্যক্তিদের একাংশের কাছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কোথা থেকে আসছে এই টাকা?’’

সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এই নেতাদের স্পর্শ করলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সাধারণ মানুষকে ছুঁয়ে দেখুন, দেখবেন বাজারে তাঁদের কত টাকা দেনা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের এই ভূমিকা দেখলে মনে হয়, এই জন্যই কি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন? দুটো, চারটে, পাঁচটা ব্যবসা থাকলেই কেউ দেশের মালিক হয়ে যায় না। দেশের আসল মালিক দেশের জনগণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement