Wrestler's Protest

কুস্তিগিরদের জন্য প্রতিবাদ শহরে

যৌন হেনস্থার অভিযোগে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের শাস্তির দাবিতে দিল্লিতে লাগাতার অবস্থান চালাচ্ছেন মহিলা কুস্তিগিরেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ০৪:১৫
Share:

কুস্তিগিরদের সমর্থনে কলকাতায় প্রতিবাদ। নিজস্ব চিত্র।

কুস্তিগিরদের প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে একই দিনে কলকাতায় পথে দেখা গেল বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিত্বকে। যৌন হেনস্থার অভিযোগে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের শাস্তির দাবিতে দিল্লিতে লাগাতার অবস্থান চালাচ্ছেন মহিলা কুস্তিগিরেরা। ওই দাবিকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার কলকাতায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত সংহতি মিছিলে শামিল হয়েছিলেন এ রাজ্যের ক্রীড়াবিদদের অনেকে। মিছিলে ছিলেন প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, কুন্তলা ঘোষ দস্তিদার, ক্রিকেটার অরিন্দম দাস, অলিম্পিয়ান প্রশান্ত কর্মকার, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সম্পাদক কল্পনা দত্ত প্রমুখ। ব্রিজভূষণের শাস্তির দাবিতে এ দিন পথে নামার কর্মসূচি নিয়েছিল সিপিএমের শ্রমিক, কৃষক, মহিলা, ছাত্র ও যুব সংগঠন। সিপিএমের গণ-সংগঠনের পাশাপাশিই সংযুক্ত কিসান মোর্চার ডাকে প্রতিবাদ-সভা ছিল। মৌলালি মোড়ে ওই সভার পরে ব্রিজভূষণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement