প্রাক্তনী সুচরিতা আক্রান্ত, মর্মাহত

সোমবার সন্ধ্যায় জেএনইউ-র ঘটনার প্রতিবাদে একযোগে পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিশ্বভারতী পড়ুয়া ও শিক্ষকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বিশ্বভারতী শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০০:৪৭
Share:

অধ্যাপিকা সুচরিতা সেন। ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া

বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেনের উপর হামলার ঘটনায় মর্মাহত শান্তিনিকেতন। সুচরিতাদেবী স্নাতক স্তরে বিশ্বভারতীর ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন। রবিবার রাতে জেএনইউ-তে দুষ্কৃতী হামলার পরে আহত সুচরিতাদেবীর ছবি দেখে শিউরে ওঠেন তাঁর শিক্ষক, সহপাঠী ও ছাত্ররা। এখনও পুরোপুরি কাটেনি সেই উদ্বেগ। ঘটনার নিন্দা করার সঙ্গে সঙ্গেই দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলেছেন তাঁরা।

Advertisement

সোমবার সন্ধ্যায় জেএনইউ-র ঘটনার প্রতিবাদে একযোগে পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিশ্বভারতী পড়ুয়া ও শিক্ষকদের। মঙ্গলবারও সুচরিতাদেবী শিক্ষক-সহপাঠীদেরা বললেন, জেএনইউ-র এর মতো বিশ্ববিদ্যালয়ে এমন হামলা ভাবাই যেত না। সুচরিতাদেবীর শিক্ষক তথা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক সুমন্ত্র মুখোপাধ্যায়ের কথায়, ‘‘আমিও একসময় জেএনইউ-র ছাত্র ছিলাম। পরবর্তীতে আশির দশকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সুচরিতাকে আমি ছাত্রী হিসাবে পেয়েছিলাম। পড়াশোনায় অত্যন্ত ভাল ছিল সে। তার সঙ্গে পারিবারিক আত্মীয়ের মতো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।’’ রবিবার রাতে ছাত্রীর উপরে হামলার খবর দেখে শিউরে ওঠেন সুমন্ত্রবাবু। তাঁর কথায়, ‘‘খুব হতাশ হয়ে পড়ি। তখনই বুঝতে পারি তখনকার জেএনইউ বিশ্ববিদ্যালয়, আর এখনকার জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য এসেছে অনেক। এমন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কখনওই কাম্য নয়।’’

উদ্বিগ্ন সুচরিতাদেবীর ছাত্ররাও। একসময়ে সুচরিতাদেবীর ছাত্র, বর্তমানে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সৌম্যদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘‘খবরটা পাওয়া মাত্র মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমাদের সময় এই ধরনের পরিস্থিতি কখনও হয়নি বিশ্ববিদ্যালয়ে। শুধু সুচরিতা ম্যাম বলে নন, যে কোনও শিক্ষকের উপর এই ধরনের আক্রমণকে ধিক্কার

Advertisement

জানাই।’’ একই কথা শোনা গিয়েছে সুচরিতা সেন এর সহপাঠী, বর্তমানে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য কথাতেও। তিনি বলেন, ‘‘আমরা একসঙ্গে জেএনইউতে পড়াশোনা করেছি। সেই সময় কখনও এ ধরনের ঘটনা ঘটেনি বিশ্ববিদ্যালয়ে। এই ধরনের ঘটনায় আজ আমরা সকলেই একপ্রকার মর্মাহত। আমরা চাই, যারা

এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement