প্রতিবাদে: জেএনইউয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে সিটু-সহ কয়েকটি গণ সংগঠনের মিছিলে মঙ্গলবার পা মেলালেন ঐশী ঘোষের বাবা দেবাশিস ঘোষ ও মা শর্মিষ্ঠাদেবী (চিহ্নিত)। ছবি: বিকাশ মশান
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ অন্যদের উপরে হামলার প্রতিবাদে মঙ্গলবারও নানা কর্মসূচি পালিত হয় দুর্গাপুর-সহ জেলার নানা প্রান্তে। পাশাপাশি, সিটু-সহ কয়েকটি গণ সংগঠনের ডাকা মিছিলে পা মেলান ঐশীর বাবা দেবাশিস ঘোষ ও মা শর্মিষ্ঠাদেবী। মিছিলের পুরোভাগে থাকা শর্মিষ্ঠাদেবী এ দিনও বিজেপি এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ধিক্কার মিছিল বার হয়, ঐশীর বাড়ি ডিটিপিএস কলোনি এলাকায়। সিটু-সহ বেশ কয়েকটি গণ সংগঠনের ডাকে হওয়া ওই মিছিলেই যোগ দেন দেবাশিসবাবু ও শর্মিষ্ঠাদেবী। শর্মিষ্ঠাদেবীর অভিযোগ, ‘‘পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। আমি জেএনইউ-তে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গেটে চার বার সই করানো হয়েছিল। চার বার ঐশীর সঙ্গে কথা বলানো হয়েছিল। হস্টেলের ঘরের নম্বর থেকে শুরু করে নানা তথ্য নেওয়া হয়। সেখানে এত জন কী ভাবে মুখ ঢেকে তাণ্ডব চালাল?’’
সম্প্রতি জেএনইউ-তে অশান্তির পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রান্তদের প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, ‘রক্ত না রং, তা কিন্তু পরীক্ষা করে দেখা হয়নি’। এ দিন সেই বিষয়টিকেও কটাক্ষ করেন শর্মিষ্ঠাদেবী। তাঁর কথায়, ‘‘আসলে এ কথার কোনও উত্তর নেই। এটা দিলীপ ঘোষই ভাল বলতে পারবেন।’’ তবে বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘জেএনইউ-র ঘটনার তদন্ত চলছে। তদন্তেই প্রকাশ হবে, কারা আক্রান্ত, কারা হামলাকারী।’’
মঙ্গলবার দুপুরে সগড়ভাঙার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কারখানায় সিটু ও আইএনটিইউসি সভা থেকে আজ, বুধবার সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, হামলার প্রতিবাদ করা হয়। বক্তব্য রাখেন সিটু নেতা পঙ্কজ রায় সরকার, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রমুখ। একই দাবিতে বিকেলে দুর্গাপুর বাজার থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত মিছিল হয়।
হামলার প্রতিবাদে সোমবার এসএফআই দুর্গাপুর স্টেশনে ঢুকে রেললাইনে নেমে বিক্ষোভ দেখিয়েছিল। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রতিবাদীদের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪৬, ১৪৭ ও ১৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে রেল সূত্রে খবর। এ ছাড়া, সিহারসোল রাজবাড়ি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে ‘গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ’ প্রতিবাদ সভা করে। ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অনুপ মিত্র, কবি বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যাোয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের জেলা কমিটির সদস্য অলোক মিশ্র প্রমুখ। পাশাপাশি, যুব তৃণমূলের জেলা সভানেত্রী ববিতা দাস এ দিন ঐশীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ ও দুর্গাপুর মহিলা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের হয়।