মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএফপি।
জেএনইউ-তে হামলার ঘটনা ‘পরিকল্পিত আক্রমণ’ বলার পাশাপাশি ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও সরাসরি দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে সোমবার তিনি বলেন, ‘‘দিল্লির আইনশৃঙ্খলা সেখানকার মুখ্যমন্ত্রী দেখেন না। কারা দেখেন, তা আমরা জানি।’’ তাঁর কথায়, ‘‘রবিবার রাতে যা হয়েছে, তা পরিকল্পিত আক্রমণ। আমরা ছাত্রদের পাশে আছি।’’
প্রশাসনিক বৈঠক ও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে তিন দিনের জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। দুই কর্মসূচির ফাঁকেই জেএনইউয়ের ঘটনার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা ছাত্রছাত্রীদের উপর ফ্যাসিস্ত হামলা। এই ঘটনা বর্বরতার চূড়ান্ত। শিক্ষকদের আক্রমণ করা হয়েছে। রাতের অন্ধকারে যে ভাবে হস্টেলে ঢুকে হামলা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত।’’
মুখ্যমন্ত্রী এ দিন সকালে তৃণমূলের একটি প্রতিনিধিদলকে জেএনইউ-তে পাঠিয়েছেন। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘‘একটি দল (বিজেপি) ক্ষমতায় আসার পর সারা দেশে গণতন্ত্র বিপদের মুখে। সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতাটুকুও নেই।’’
মুখ্যমন্ত্রী এ দিন বিকেলে কপিল মুনির আশ্রমে পুজো দিতে যান। তাঁর সঙ্গে ছিলেন দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সেখানেই আশ্রমের প্রধান জ্ঞানদাস মহন্ত মমতার পাশে দাঁড়িয়ে বলেন, ‘‘নাগরিকত্ব আইনের মাধ্যমে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা দেশে শুধু বিভেদই সৃষ্টি করছেন না, দেশের মানুষকে পারস্পরিক চিরন্তন সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করছেন।’’ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজেপি বিরোধী আন্দোলনের ‘ঝাঁসি কি রাণী’ হিসেবেও উল্লেখ করেন জ্ঞানদাস।