Jitendra tiwari

দল ছাড়ার কথা বলে ভুল করেছি, দিদির কাছে ক্ষমা চাইব: জিতেন্দ্র

অরূপের বক্তব্য, ‘‘প্রত্যেক পরিবারে সমস্যা থাকে। তাই বলে কেউ মাকে ছেড়ে যায় না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ২২:৪১
Share:

জিতেন্দ্র তিওয়ারি।—ফাইল চিত্র।

তৃণমূলেই থাকছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান তিনি। তাঁর মন্তব্য, ‘‘দল ছাড়ার কথা বলে ভুল করেছিলাম। মন্তব্য প্রত্যাহার করছি। দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেব।’’ আর দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া জিতেন্দ্রর পাশে দাঁড়িয়ে অরূপ বললেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারি দলে ছিলেন। আছেন। থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন।’’

Advertisement

আসানসোল থেকে শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছন সস্ত্রীক জিতেন্দ্র। রাতে বৈঠক করেন অরূপের সঙ্গে। তার পরই তিনি জানান, কোনও ক্ষোভ নয়, ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটে গিয়েছে। জিতেন্দ্রর কথায়, ‘‘আমি কখনও বিজেপি-তে যাওয়ার কথা বলিনি। তবে দল ছাড়ার কথা বলেছিলাম।’’

‘ভুল’ করেছিলেন বলেই তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন জিতেন্দ্র। তবে রাতেই তিনি কালীঘাটে যাবেন কি না, সে প্রশ্নের জবাবে বলেন, ‘‘উনি মুখ্যমন্ত্রী। আমাকে যখন সময় দেবেন, আমি তখনই যাব।’’ জিতেন্দ্রর দলে থাকা নিয়ে অরূপের মন্তব্য, ‘‘প্রত্যেক পরিবারে সমস্যা থাকে। তাই বলে কেউ মাকে ছেড়ে যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement