—ফাইল ছবি
মালদহে প্রশাসনিক বৈঠকে ঝাড়খণ্ড দিশম পার্টির রাস্তা অবরোধ করে আন্দোলন নিয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়াকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার প্রতিবাদে বুধবার গাজলে সাংবাদিক বৈঠকে করে মুখ্যমন্ত্রীকে ‘আদিবাসী বিরোধী’ বলে কটাক্ষ করলেন ঝাড়খণ্ড দিশম পার্টির জেলা সভাপতি রবি মুর্মু। ভাষার দাবিতে তাঁদের আন্দোলন আগামী দিনেও চলবে বলে জানান তিনি। রবি বলেন, ‘‘ভাষার দাবিতে পাঁচ রাজ্যে আমাদের আন্দোলন চলছে। এতে টাকা নেওয়ার কোনও বিষয় নেই। অথচ প্রকাশ্যে তার সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী।’’
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদহে ঝাড়খণ্ড দিশম পার্টির আন্দোলন প্রায়ই হয়। গত সোমবারও হবিবপুর, গাজল এবং পুরাতন মালদহে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ওই দলের নেতা-কর্মীরা। অলচিকি ভাষায় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে পঠনপাঠন, গ্রামাঞ্চলের টোটো শহরে চলাচলের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
ওই আন্দোলনের ২৪ ঘন্টার মধ্যেই মালদহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ঝাড়খণ্ড দিশম পার্টির অবরোধ-আন্দোলন নিয়ে পুলিশ সুপারকে ভর্ৎসনা করেন তিনি। মমতা বলেন, ‘‘ঝাড়খণ্ড থেকে টাকা নিয়ে এসে মালদহে আন্দোলন করা হচ্ছে। এই আন্দোলনের আড়ালে দু’জন সক্রিয় ভাবে কাজ করছে।” তা নিয়ে এসটিএফ, সিআইডিকে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
গাজলে সাংবাদিক বৈঠকে রবি বলেন, ‘‘আদিবাসীদের অধিকার নিয়ে আন্দোলন চলছে। এ রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, অসম, ওড়িশাতেও তা চলবে।’’
মালদহ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা আদিবাসী নেত্রী সরলা মুর্মু বলেন, ‘‘আদিবাসীদের ভুল বুঝিয়ে আন্দোলন করানো হচ্ছে। আদিবাসীদের উন্নয়নের জন্য মু্খ্যমন্ত্রীই কাজ করছেন।’’