Visva-Bharati

Visva-Bharati: বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের

বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরে অধ্যাপক, আধিকারিক, কর্মী ও পড়ুয়াদের এক বড় অংশের সঙ্ঘাত চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৮:৪৮
Share:

—নিজস্ব চিত্র।

বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে আবারও সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। এ নিয়ে জুনের পর আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখেছেন তিনি। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল পাঠানোরও আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

Advertisement

নিজের চিঠিতে তৃণমূল সাংসদ উল্লেখ করেছেন, বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের অধ্যাপক, আধিকারিক, কর্মী ও পড়ুয়াদের এক বড় অংশের সঙ্ঘাত চলছে। তাঁর আর্জি, একটি প্রতিনিধিদল পাঠিয়ে যাতে বিশ্বভারতীর বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয় কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, এর আগে এ বিষয়ে রাজ্যসভায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, গত ৬ জুন ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের করুণ দশা সম্পর্কে অবহিত করিয়েছিলেন। তার পর সোমবার আরও একটি চিঠিতে প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানালেন জহর সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement