ভাটপাড়ায় জমিয়তে, দাবি ক্ষতিপূরণের

পরে ভাটপাড়া থানায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানান সিদ্দিকুল্লারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ০২:৫০
Share:

ফাইল চিত্র।

শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর আর্জি নিয়ে ভাটপাড়ায় ঘুরে গেলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিনিধিরা। জমিয়তের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা, রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম-সহ ৬ জনের ওই প্রতিনিধিদল রবিবার ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের উপদ্রুত এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে। বাসিন্দারা অভিযোগ করেন, অনেক ঘর-বাড়ি ভাঙা হয়েছে।

Advertisement

আসবাব, সোনা-দানা লুট হয়েছে। গত মাসখানেকের মধ্যে এফআইআর হয়েছে চারশো’র বেশি। পরে ভাটপাড়া থানায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে দেখা করে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানান সিদ্দিকুল্লারা।

পুলিশ কমিশনার জানান, মানুষকে আশ্বস্ত করা হচ্ছে, পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে। ঘর-বাড়ি ছেড়ে যাঁদের চলে যেতে হয়েছে, তাঁদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করেছে জমিয়তে।

Advertisement

পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে কথা বলছে প্রতিনিধি দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement