State News

যাদবপুরের সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত অবৈধ: ধনখড়

সমাবর্তনের বিশেষ পর্ব বাতিল করে ক্ষমতার অপব্যবহার করেছে কর্মসমিতি। জানিয়েছেন রাজ্যপাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ২০:৩৮
Share:

ছবি: পিটিআই।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বিশেষ পর্ব স্থগিত রাখার সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ আখ্যা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুধু তাই নয়, কর্মসমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই পর্ব স্থগিত করা হলে, তার পরিণতি যে গুরুতর হবে, সেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে আচার্য অর্থাৎ তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে রাজভবনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যাতে স্বাক্ষর করেছেন ধনখড়।

Advertisement

গোটা বিষয়ে ক্ষুব্ধ ধনখড় জানিয়েছেন, সমাবর্তনের বিশেষ পর্ব বাতিল করে ক্ষমতার অপব্যবহার করেছে কর্মসমিতি। বস্তুত, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার সমিতির নেই। ধনখড় জানিয়েছেন, এ নিয়ে আইনানুগ কাজ করেনি সমিতি। ফলে আইনত তা অবৈধ। রাজ্যপাল জানিয়েছেন, এ বিষয়ে সমিতির সিদ্ধান্ত অগ্রাহ্য করতে পারেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

গোটা পরিস্থিতি রাজ্যপালের নির্দেশকে উপেক্ষা করা করা হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হঁশিয়ারি দিয়েছেন ধনখড়। এমনকি তার প্রভাব পড়ুয়াদের উপরেও পড়বে। কারণ তাঁদেরকে হয়তো বেআইনি সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে। তা ছাড়া, রাজ্যপালের সম্মতি ছাড়া এবং তাঁর পৌরোহিত্যেই সমাবর্তন সম্পন্ন হয় বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এবং এ বিষয়ে যে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাসকে যে তা জানানোও হয়েছে— বিবৃতিতে তারও উল্লেখ রয়েছে।

Advertisement

আরও পড়ুন: নাড্ডার মিছিলে থাকতে ‘আন্তরিক’ ফোন বিজেপির, কথা দিলেন না শোভন

আরও পড়ুন: ‘জনগণ বলবে কে ঠিক’, মোদীকে পাল্টা বার্তা মমতার

শনিবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৪ ডিসেম্বর, মঙ্গলবার সমাবর্তনের বিশেষ পর্ব (স্পেশ্যাল কনভোকেশন)-এ সাম্মনিক ডি-লিট এবং ডিএসসি প্রদান করা হবে। নিয়ম অনুযায়ী, তা প্রাপকদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপাল জগদীপ ধনখড়েরই প্রাপকদের হাতে তা তুলে দেওয়ার কথা। তবে সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর তা নিয়ে রাজ্যপালের সাম্প্রতিক ভূমিকায় ক্ষুব্ধ ছাত্র সংগঠনগুলি জানায়, সমাবর্তনে আচার্য তথা রাজ্যপালের হাত থেকে ডিগ্রি নেবেন না তাঁরা। এর পরেই অহেতুক ঝামেলা এড়াতে কর্মসমিতির বৈঠকে ওই বিশেষ পর্ব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবর্তনের বিশেষ পর্ব নিয়ে সরব হওয়া ছাড়াও এ দিন আরও একটি বিবৃতি প্রকাশ করে রাজভবনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেও সভাপতিত্ব করবেন রাজ্যপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement