Jagdeep Dhankar

Jagdeep Dhankar: সাংবিধানিক নিয়ম-নীতিকে কেউ ‘ব্লক’ করতে পারেন না, টুইট করলেন রাজ্যপাল ধনখড়

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি। বাধ্য হয়েছি ব্লক করতে।’’ এর পরেই টুইট করলেন রাজ্যপাল ধনখড়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৭:১৩
Share:

‘ব্লক’ বিতর্কে টুইট করলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরই টুইট করলেন রাজ্যপাল জদগীপ ধনখড়। রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন তিনি, সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা এমনটা জানানোর পরই রাজ্যপাল টুইটারে লেখেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ১৫৯-এ বলা আছে, সাংবিধানিক নিয়ম-নীতি এবং আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না।দায়িত্বপ্রাপ্তদের উচিত দেশের সংবিধানের প্রতি আস্থা রাখা।’

Advertisement

সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আমি রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি। ব্লক করতে বাধ্য হয়েছি।’’ কেন তিনি রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করেছেন, তার কারণ ব্যাখ্যা করে মমতা বলতে থাকেন, ‘‘ওঁর কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। ওঁর সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ফাইল, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল। আটকে রয়েছে হাওড়া-বালি বিল। বিল পাঠানোর পর আরও তথ্য জানতে চেয়েছিলেন। আমরা তা-ও পাঠিয়েছি। তার পরেও বিল পড়ে রয়েছে।’’

মমতা জানান, রাজ্য সরকারের কাজে রাজ্যপালের বাধা দেওয়া নিয়ে একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বাম জমানায় যখন রাজ্যপাল ছিলেন ধর্মবীর, তখন তিনি কিছু ফাইলে সই করেননি। তা নিয়ে আন্দোলন হয়েছিল। শেষমেশ তাঁকে সরে যেতে হয়েছিল। আমরা তো দেড় বছর ধরে সহ্য করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement