ফাইল চিত্র।
সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও তাঁর স্ত্রী, বিধায়ক নয়না বন্দোপাধ্যায়ের আয়কর (আইটি) ফাইল হ্যাক হয়েছে। দিন দুয়েক আগে লালবাজারের সাইবার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন নয়নাদেবী। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হননি। ডিসি (সাইবার ক্রাইম) অপরাজিতা রাই বলেন, ‘‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ প্রসঙ্গত মাস কয়েক আগে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারেরও আয়কর ফাইল হ্যাক করার অভিযোগ উঠেছিল।
লালবাজার সূত্রের খবর, ফেসবুক পেজ হ্যাক হওয়ার অভিযোগ প্রায়ই আসে। কিন্তু কারও আয়কর ফাইল হ্যাক হওয়ার মতো ঘটনা বিরল। লালবাজারের সাইবার শাখার এক আধিকারিকের কথায়, ‘‘বছর দুয়েক আগে এক ব্যক্তির আয়কর ফাইল হ্যাক হয়েছিল। সেই অপরাধের কিনারাও হয়েছিল। দু’বছর পর ফের এই ধরনের ঘটনা ঘটল।’’ শনিবার সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দোপাধ্যায় বলেন, ‘‘দিন দুয়েক আগে আমার ও সুদীপদা’র আয়কর ফাইল পূরণ করতে গিয়ে আমাদের আইনজীবীরা জানতে পারেন, ইতিমধ্যেই আমাদের নামে আয়কর ফাইল করা হয়েছে। পুরো ঘটনাটি জেনে আমি তাজ্জব বনে যাই। বিষয়টি লিখিত ভাবে পুলিশকে জানিয়েছি।’’ নয়না বলেন, ‘‘আমাদের দু’জনের আয়কর ফাইল কেনই বা হ্যাক করা হয়েছে কিছুই বুঝতে পারছি না। এই ঘটনায় পুলিশকে তদন্ত করতে বলেছি।’’
আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘আয়কর ফাইলে আয়ব্যয়ের হিসাব থাকে। এ ক্ষেত্রে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের আয়কর ফাইল হ্যাক করা মানে বড় অপরাধ।’’ এ দিন সন্ধ্যায় নিজেদের বাসভবনে এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন নয়নাদেবী। সুদীপ ও নয়নার আইনজীবী শঙ্খ ঘোষ বলেন, ‘‘গত ৩ মে সাংসদ ও বিধায়কের ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়েছে। পুরো ঘটনাটি আমাদের দিন কয়েক আগে নজরে আসে।’’