প্রতীকী ছবি।
লোকসভা ভোটের আগে দাড়িভিটে ছাত্র-মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূলের উপরে লাগাতার চাপ বজায় রাখতে পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের নির্দেশ দিলেন অমিত শাহ।
শুক্রবার রাজ্যের নেতাদের সঙ্গে ঘণ্টা তিনেক বৈঠক করেন বিজেপি সভাপতি। ইসলামপুরের দাড়িভিটে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বকে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনে যেতে বলেন তিনি। সেই মতো রাজ্য থেকে কেন্দ্রের দুই মন্ত্রী-সহ বিজেপির একটি প্রতিনিধিদল আগামিকাল মানবাধিকার কমিশনে যাচ্ছে। ইসলামপুর নিয়ে প্রায় প্রত্যেক দিনই কর্মসূচির নির্দেশ দিয়েছেন অমিত। ৬ অক্টোবর ইসলামপুরের সভায় থাকার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডার। প্রয়োজনে পরে তিনি নিজেও ইসলামপুরে আসতে পারেন বলে ইঙ্গিত দেন অমিত।
লোকসভা ভোটের কৌশল রচনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা নিয়েও সবিস্তার আলোচনা করেছেন অমিত। এ দিনের কোর কমিটির বৈঠকে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ছিলেন না দুই নেতা শিবপ্রকাশ এবং সুব্রত চট্টোপাধ্যায়। দু’জনের নামই সম্প্রতি ফৌজদারি মামলায় জড়িয়েছে।