নওসাদউদ্দিন সিদ্দিকী। ফাইল চিত্র।
রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে দেওয়ার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, তাকে স্বাগত জানাল ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্ট (আইএসএফ)। তবে তাদের দাবি, কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ যেন না হয়। এ বারের বিধানসভা ভোটে ভাঙড় আসনটি জিতেছিল আইএসএফ। সংযুক্ত মোর্চা ওই একটি আসনেই জয়ী হয়েছে। ভোটের পরে আইএসএফের কর্মী-সমর্থকদের উপরে আক্রমণ, ঘর-বাড়ি ভাঙা, লুঠপাটের অভিযোগ উঠেছিল। এমনকি, জয়ী বিধায়ক নওসাদউদ্দিন সিদ্দিকীকে ভাঙড়ে কার্যালয় পর্যন্ত খুলতে দেওয়া হচ্ছিল না। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে শুক্রবার আইএসএফের চেয়ারম্যান এবং বিধায়ক নওসাদ বলেন, ‘‘ভোটের পরে বিরোধী সমর্থকদের উপরে শাসক দলের লোকজন যখন নির্বিচারে হামলা চালিয়েছে, অভিযোগ জানাতে গেলেও পুলিশ-প্রশাসন তখন ভ্রূক্ষেপ করেনি। অনলাইন অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ পাঠিয়েছি আমরা। আশা করব, এখন সিবিআই তদন্ত হলে দোষীরা চিহ্নিত হবে এবং শাস্তি পাবে।’’ এই তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ যাতে না থাকে, সেই কথাও বলেছেন নওসাদ।