ISC

ISC: আইএসসি-র ফল প্রকাশ, ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম বাংলার ছয় মেধাবী

প্রথম তিনে রাজ্যের ৪১ জন ছাত্র ছাত্রী রয়েছেন। পাশের হার ৯৯.১৫ শতাংশ। তবে আইএসসিতে ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৮:০৫
Share:

ফাইল চিত্র।

প্রকাশিত হল আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছ’জনই পশ্চিমবঙ্গের। তিন জন কলকাতার।

Advertisement

মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী। আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রাজ্যে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। যেখানে দেশের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। তবে দেশ এব‌ং রাজ্য উভয় ক্ষেত্রেই পাশের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে।

যাঁরা প্রথম হয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ৩৯৯। শতাংশের হিসেবে ৯৯.৭৫। পশ্চিমবঙ্গে যে ছ’জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন তাঁদের নাম, মহম্মদ আর্শ মুস্তাফা (দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা), প্রতীতি মজুমদার (সল্টলেক স্কুল, কলকাতা), অপূর্ব কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা), পৃথ্বীজ মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি), নিখিলকুমার প্রসাদ (সানশাইন স্কুল, বীরপাড়া, আলিপুরদুয়ার) এবং অভিষেক বিশ্বাস (সেন্ট ক্ল্যারেট স্কুল, দেবপুকুর, উত্তর ২৪ পরগনা)। এ ছাড়া ৯৯.৫০ শতাংশ নম্বর অর্থাৎ ৩৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ১৯ জন। বাংলার ১৬ জন তৃতীয় স্থান অধিকার করেছেন ৯৯.২৫ শতাংশ অর্থাৎ ৩৯৭ নম্বর পেয়ে।

Advertisement

রাজ্যে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪১ শতাংশ। ছেলেদের পাশের হার তুলনায় কিছুটা কম— ৯৮.৯৩ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement