Mamata Banerjee

আইপিএস বদলি নিয়ে মমতার পাশে থেকে কেন্দ্রকে কড়া বার্তা কেজরীবালের

বৃহস্পতিবার রাজ্যের ৩ ‘বিতর্কিত’ আইপিএস অফিসারের বদলি নিয়ে টুইটে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের ইঙ্গিত দেন মমতা। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর টুইটে তারই অনুরণন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১০:৫৭
Share:

মমতার সমর্থনে টুইট করলেন কেজরীবাল। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের ৩ ‘বিতর্কিত’ আইপিএস অফিসারের বদলি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শুক্রবার সকালে টুইট করে মমতার পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেন তিনি।

Advertisement

শুক্রবার সকালে টুইটে কেজরী লেখেন, ‘কেন্দ্র যে ভাবে নির্লজ্জের মতো বাংলার প্রশাসনে নাক গলাচ্ছে, তার নিন্দা করছি। রাজ্যের অধিকারের তোয়াক্কা না করে যে ভাবে নির্বাচনের আগে বাংলার পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে, তা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। রাজ্যের স্থিতি নষ্ট করতেই এই পদক্ষেপ’।

বৃহস্পতিবার রাজ্যের ৩ ‘বিতর্কিত’ আইপিএস অফিসারের বদলি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের ইঙ্গিত দেন মমতা। পরপর তিনটি টুইটে সে কথা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর বক্তব্যের মোদ্দা কথা ছিল— কেন্দ্রের ওই পদক্ষেপ রাজ্য সরকার কোনও ভাবেই মেনে নেবে না। মমতার মতে, ওই নির্দেশ ‘অসাংবিধানিক’। সেই বক্তব্যের অনুরণনই পাওয়া গেল শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর টুইটে।

Advertisement

আরও পড়ুন: মুখ্যসচিব-ডিজি’কে ফের তলব, ভিডিয়ো বৈঠক চাইল নবান্ন

বৃহস্পতিবার মমতা টুইটে লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি অগ্রাহ্য করে রাজ্যে কর্মরত ৩ জন আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এ ক্ষেত্রে ১৯৫৪ সালের আইপিএস ক্যাডার বিধির জরুরি পরিস্থিতি জনিত ক্ষমতার অপব্যবহার করা হয়েছে’। মমতার দ্বিতীয় টুইটে বলা হয়, ‘এই ঘটনা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ এবং পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি আধিকারিকদের মনোবল ভাঙার চেষ্টা ছাড়া কিছুই নয়। বিশেষত, ভোটের আগে এই ঘটনা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার প্রয়াস। যা পুরোপুরি অসাংবিধানিক এবং অগ্রহণীয়’। শেষ টুইটে মমতার ঘোষণা ছিল, ‘ঘুরপথে রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের এই উদ্যোগ আমরা কোনও অবস্থাতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী, অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না’। মমতার এই টুইট রি-টুইট করে শুক্রবার কেজরী ওই কথা লেখেন।

বৃহস্পতিবারই বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়া ৩ আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডেকে রাজ্যের বাইরে বদলি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার আগে তারা তিন অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু রাজ্য তখন তাতে রাজি হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার ওই তিন অফিসারকে দিল্লিতে যেতে দিচ্ছে না। এর পরেই মুখ্যমন্ত্রীর সরকারি টুইটার হ্যান্ডলে ওই কড়া প্রতিক্রিয়া মেলে। এ বার মমতা এই ইস্যুতে পাশে পেয়ে গেলেন কেজরীবালকেও।

আরও পড়ুন: ‘মাথা ঝোঁকাবে না বাংলা’, আইপিএস অফিসার বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement