—প্রতীকী ছবি।
কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে বাংলার পাট শিল্প ধ্বংসের পথে। এই অভিযোগ তুলে পথে নামল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বেঙ্গল চেম্বার অব কমার্সের সামনে সোমবার বিক্ষোভ সমাবেশ করল তারা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক সোমনাথ শ্যাম প্রমুখ। সমাবেশ থেকে সংগঠনের নেতারা বাংলার শিল্প ধ্বংস করার পিছনে কেন্দ্রের নির্দিষ্ট ‘চক্রান্ত’ রয়েছে বলে অভিযোগ করেন। সংগঠনের কর্মীরা পাটের তৈরি থলে গায়ে দিয়ে বিক্ষোভ দেখান। পাল্টা বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “পাট নিয়ে সমস্যা তো দীর্ঘ দিনের। সেই সমস্যা সমাধানে রাজ্য সরকার কেন্দ্রের থেকে কী চায় বলুক। সংসদের সাম্প্রতিক অধিবেশনে তৃণমূলের এত জন সাংসদের এক জনও তো পাট নিয়ে কিছু বললেন না! তৃণমূল সমস্যার সমাধান চায় না, জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে চায়।”