রিলে অনশনে দোলারা

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে এবং কর্মীদের বকেয়া বেতনের দাবিতে রিলে অনশন শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ০০:৫১
Share:

দোলা সেন। —ফাইল চিত্র।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে এবং কর্মীদের বকেয়া বেতনের দাবিতে রিলে অনশন শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শুক্রবার গাঁধীমূর্তির পাদদেশে সংগঠনের সভানেত্রী দোলা সেন বলেন, ‘‘লাভজনক সংস্থাগুলিকে কেন বেসরকারিকরণ করা হবে, তা নিয়েই প্রতিবাদ। বিএসএনএল-এর মতো সংস্থাগুলিতে মাসের পর মাস কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement