প্রতীকী চিত্র।
শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা-সহ একাধিক সংশোধনী আনা হচ্ছে শ্রম আইনে। বিভিন্ন রাজ্যে অন্তত ৪০টি মৌলিক শ্রম আইন যে ভাবে পাল্টে ফেলা হচ্ছে, তাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হস্তক্ষেপ চাইল ইউটিইউসি।
সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, শ্রম কোনও পণ্য নয়। কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার ভঙ্গ মানবাধিকার লঙ্ঘনের সমতুল। আইএলও-র দিল্লি দফতরে শ্রমিক বিষয়ে বিশেষজ্ঞ সৈয়দ সুলতানউদ্দিন ইউটিইইউসি-র চিঠি গ্রহণ করেছেন।
শ্রম আইন পরিবর্তনের বিষয়ে এর আগে ইউটিইউসি চিঠি পাঠিয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর কাছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ারকেও চিঠি দেওয়া হয়েছে। এ বার তারা বিষয়টি নিয়ে আইএলও-র হস্তক্ষেপ চাইছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মনমোহন সিংহ
আরও পড়ুন: যেন ‘দাবানল’ ছুটে যাচ্ছে, কিন্তু গাছ-ঘাস কিছুই পুড়ছে না আগুনে