Jadavpur University Incident

বোসের বৈঠকে অনলাইনে হাজির অসুস্থ ভাস্কর

সূত্রের খবর, রাজ্যপাল এই বৈঠকে ক্যাম্পাসে হিংসার বিষয়ে উপাচার্যদের সতর্ক থাকার কথা বলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ০৯:২৬
Share:
সিভি আনন্দ বোস।

সিভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটার সূত্র শুক্রবারও মিলল না। এ দিকে, আদালতের নির্দেশ ছাড়া আগামী ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কোনও রকমের কর্মসূচি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও নিষেধাজ্ঞা দেয়নি আদালত।

Advertisement

কর্ম সমিতির বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয়কে তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে হবে। না হলে সোমবার থেকে প্রশাসনিক কাজ বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। সহ-উপাচার্য অমিতাভ দত্ত বিশ্ববিদ্যালয়েরই কাজে রাজ্যের বাইরে। তাঁর শুক্রবার শেষ রাতে শহরে ফেরার কথা। অন্তর্বর্তী উপাচার্যের কর্মসমিতির বৈঠক ডাকারও এক্তিয়ার নেই। বিকাশ ভবনের সবুজ সংকেত থাকলেই তা করা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটার সভাপতি পার্থপ্রতিম বিশ্বাস এ দিন বলেন, “এই পরিস্থিতিতে কর্মসমিতির বৈঠক যে হচ্ছে না, সেটা স্পষ্ট।” তবে এ দিন আন্দোলনকারী পড়ুয়াদের পক্ষে দেবার্ঘ্য যশ বলেন, “আমাদের দাবি, সোমবার যাদবপুর কর্তৃপক্ষকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে। ছাত্রদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।”

এই আবহে ক্যাম্পাসে হিংসা নিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শুক্রবার বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠক নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা পরে শুরু হয়। হাসপাতাল থেকে অনলাইনে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য প্রথম দিকে কিছুটা সময়ের জন্য বৈঠকে যোগ দিলেও অসুস্থতার জন্য পুরো সময় থাকতে পারেননি বলে
খবর। সূত্রের খবর, রাজ্যপাল এই বৈঠকে ক্যাম্পাসে হিংসার বিষয়ে উপাচার্যদের সতর্ক থাকার কথা বলেছেন। ক্যাম্পাসে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাঁদের বিশেষ
ভূমিকার কথা তিনি স্মরণ করিয়ে দেন। তবে রাজ্যপালের সঙ্গে এই বৈঠকে এই বিষয়ের বাইরে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার কথা জানান।

Advertisement

এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগে নাগরিক মিছিল হয়। ১ মার্চের ঘটনার বিচারের দাবির পাশাপাশি মিছিল থেকে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ এবং ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ওঠে। তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দফতর পোড়ানোর অভিযোগে ধৃত প্রাক্তন ছাত্রকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও ওঠে।
মিছিলে অন্যদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়। এ দিন অন্তর্বর্তী উপাচার্যকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন অমিত। ইন্দ্রানুজকে শনিবার হাসপাতাল থেকে ছাড়া হবে বলে খবর।

এ দিন বিজেপির মিছিল করার আবেদনের শুনানিতে আদালতের নির্দেশ ছাড়া আগামী ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কোনও রকমের কর্মসূচি করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষের নির্দেশ,
বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সংগঠন নির্বিশেষে কোনও কর্মসূচি করার অনুমতি দেবে না পুলিশ এবং এলাকায় উপযুক্ত নজরদারিও করতে হবে পুলিশকে। এদিন
মামলাকারীদের পরিকল্পিত সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের স্থান পরিবর্তন করে দেয় কোর্ট। আগামী রবিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানার ১০০ গজ আগে পর্যন্ত বিজেপিকে মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement