প্রতীকী ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানোর দাবিতে কলকাতায় কাল, মঙ্গলবার বসছে গণ-কনভেনশন। সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন এবং ১২ জুলাই কমিটির আয়োজনে ওই কনভেনশন হবে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে।
শ্রমিক নেতাদের পাশাপাশি কনভেনশনে বক্তা হিসেবে আমন্ত্রিত অর্থনীতি প্রভাত পট্টনায়ক ও অমিয় বাগচী, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, অভিনেতা বাদশা মৈত্র। থাকার কথা কংগ্রেসের আইনজীবী নেতা অরুণাভ ঘোযেরও। রাষ্ট্রায়ত্ত সংস্থা রক্ষা করা, কর্মসংস্থানের দাবি, শ্রম আইন সংশোধনের বিরোধিতা— এই লক্ষ্য সামনে রেখেই কনভেনশন হচ্ছে। সিটু-সহ শ্রমিক সংগঠনগুলি একই দাবি ও প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কর্মচারীদের নিয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করবে আগামী ২০ সেপ্টেম্বর। তার পরে ২৮ নভেম্বর চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে শুরু করে ১০ ডিসেম্বর কলকাতায় পৌঁছবে সিটু, আইএনটিইউসি-সহ শ্রমিক সংগঠনগুলির ‘লং মার্চ’।